এইমাত্র
  • রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল টার্ফকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা
  • বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
  • কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম

    ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমানবাহিনীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

    সোমবার (২৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

    এ নিয়ে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আট শতাধিক হামলা চালালো। এতে নিহত হয়েছেন ২২০ জনের বেশি।

    আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে সানার উত্তরের জেলা বানি আল-হারিথে হামলা চালায় মার্কিন বাহিনী।

    এছাড়া মার্কিন বাহিনী রোববার রাতে ইয়েমেনের আমরান এবং সাদায় হামলা চালিয়ে বলে জানিয়েছে হুথির কর্মকর্তা। এর আগে সানায় হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী।

    খবরে বলা হয়েছে, বানি আল-হারিথের থাকবানে মার্কিন বাহিনীর হামলায় আটজন শহীদ হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

    ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি জানায়, মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়ালো।

    মার্কিন বাহিনী রোববার জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত তারা ইয়েমেনে ৮০০ এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কয়েশত বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

    মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এসব হামলায় শত শত হুথি যোদ্ধা এবং তাদের নেতা নিহত হয়েছে।

    দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন।

    তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরাইলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…