এইমাত্র
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম

    পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫০ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে পিছিয়ে নেই পাকিস্তানও।

    এর মধ্যেই এবার পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় দল। আগামী মাসে ইসলামাবাদে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা রয়েছে। প্রথমে ঠিক ছিল সেখানে ভারত দল পাঠাবে। কিন্তু পেহেলগামে হামলার পর সেই সিদ্ধান্তে বদল হয়েছে।

    পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানান, ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। ভারত প্রথমে জানিয়েছিল, ২২ খেলোয়াড়সহ ৩০ জনের দল তারা পাঠাবে। আব্দুল আরও জানিয়েছেন, ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে পরিস্থিতি বদলেছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, তারা দল পাঠাচ্ছে না। হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

    উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গেছে। আইসিসি ও এশীয় স্তরের প্রতিযোগিতায় শুধু দুই দেশ মুখোমুখি হয়। এবারের কাশ্মিরে হামলার ঘটনায় সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতে খেলতে এসেছে পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে যায়নি। এশিয়া কাপ ও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ফলে ঠিক হয়েছে, পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না। তার মাঝেই পাকিস্তানে আয়োজিত আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলল ভারত।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…