পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) আগুন গতকাল রাত সাড়ে বারোটায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। রবিবার সাড়ে সাতটায় রহস্যজনভাবে তাপ বিদ্যুৎকেন্দ্রের পরিত্যাক্ত মালামালে (স্ক্রাপ ইয়ার্ডে) এ আগুনের সূত্রপাত হয়। কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিট এবং নৌ বাহিনীর একটি ইউনিট ও ক্যাপটেন এসএম আরাফাতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চার ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের এ ঘটনায় আরএনপিএল এর তত্ত¡াবধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডিপুটি ম্যানেজার আমিনুল ইসলাম সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এই তদন্ত কমিটি।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রায় ৫’শ মিটার দূরত্বে অবস্থিত ২০ একর জমির ওপর স্ক্রাপ ইয়ার্ড শেডের আগুনে ১৪-১৫টি ডিউাট পোস্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে অন্তত: হাজার টন অব্যবহৃত লোহা, যন্ত্রাংশ নস্ট হয়ে যাওয়ার শংকা করছে কর্তৃপক্ষ। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ অব্যহত রয়েছে।
পটুয়াখালী ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত¡বধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, মূল প্লান্টের কোন ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এসআর