নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস কর্মকর্তা মো. আইয়ুব আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, এসআই ফিরোজ আহম্মেদ, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সরকারি ভাবে আইনগত সহায়তা কার্যক্রমের উপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন পাশাপাশি উপজেলার অসহায় বেকার মানুষদের বিন্যামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহবান জানান।
এসআর