মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিনসহ ১টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১০।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলার বাঘড়া মধ্যপাড়া এলাকার ডা. মোখলেসের বাড়ির পাশের একটি বাগানের ভেতরে পরিত্যক্ত দুইতলা টিনের ঘরের ভেতর থেকে অস্ত্র-ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এআই