চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার নবনিযুক্ত সভাপতি মাও আবদুল কাদের এর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয় পুরান রামপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এসময় তারা বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন জেলা ওলামালীগের সভাপতি দায়িত্ব পালন করেন মাও আবদুল কাদের। তৎকালীন সময়ে এই মাদ্রাসায় সুপারের দায়িত্ব পালন করেন। তখন অনিয়ম দুর্নীতির সর্বোচ্চ চুড়ায় পৌঁছে যাবে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়াও তিনি পুনরায় পলাতক থাকার পরেও গোপনে মাদ্রাসার সভাপতি নিযুক্ত হয়। এই প্রতিবাদে স্থানীয় সচেতন নাগরিকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে তারা বলেন কোনভাবেই অভিযুক্ত ব্যক্তিকে সভাপতি হিসেবে তারা মেনে নিতে চান না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে তাকে এই পথ থেকে অপসারণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, মাসুদ রানা, সুমন বেপারী, খলিল পাটওয়ারী, হাসান ভূঁইয়া, নয়ন বেপারী, মো. দুলাল বেপারী, মোক্তার হেসেন, হান্নান মুন্সী, আঃ রশিদ হাজী, মো. মানিক হোসেন, নুরু বেপারী,মাকসু হাসান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এআই