এইমাত্র
  • কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে শিলাবৃষ্টিতে বোরো ধান ও লিচুর ব্যাপক ক্ষতি

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

    যশোরে শিলাবৃষ্টিতে বোরো ধান ও লিচুর ব্যাপক ক্ষতি

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

    যশোরে হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি বোরো ধান ও লিচুর। এছাড়া শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

    সোমবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩ টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। এতে যশোর সদর ও চৌগাছা উপজেলায় উঠতি বোরো ধান, আম, লিচু ও পটলের ক্ষতি হয়েছে।

    হৈবতপুরের আব্দুস সাত্তার জানান, শিলাবৃষ্টিতে তার ঘরের টিনগুলো ফুটো হয়ে গেছে। এছাড়া চুড়ামনকাটির আদর্শপাড়ায় দুটি ঘরের টিনের পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

    দোগাছিয়া গ্রামের কৃষক হাবিব জানান, বিঘা প্রতি ৩০ মন পাওয়ার আশা ছিলো। হঠাৎ শিলাবৃষ্টিতে তার পাকা ধান অর্ধেকের বেশি ঝরে গেছে। শিলায় চুড়ামনকাটি ও হৈবতপুর মাঠে বিঘা বিঘা জমির পটলের ফুল নষ্ট ও আগা ভেঙে নষ্ট হয়ে গেছে।

    যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে চাষিদের স্বপ্ন ভেঙে দিয়েছে। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি।

    এদিকে, শিলাবৃষ্টিতে চৌগাছা উপজেলার হাকিমপুর, টেঙ্গুরপুর, আন্দারকোটা, সিংহঝুলী ও সলুয়া এলাকায় বোরো ফসলের ক্ষতি হয়েছে। চাষিরা জানিয়েছেন, কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। আর গাছের ধান শিলার আঘাতে ঝরে নষ্ট হয়েছে।

    সিংহঝুলী গ্রামের শাহিন জানান, তার ১২ বিঘা জমির মধ্যে চার বিঘা জমির ধান এখনো মাঠে আছে। শিলার আঘাতে ওই চার বিঘা জমির অধিকাংশ ধান জমির সাথে মিশে গেছে। তার মতো আরও অনেক কৃষকের ধান নষ্ট হয়েছে।

    চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন জানান, বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে। হঠাৎ শিলাবৃষ্টির কারণে মাঠের বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…