এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বলাৎকারের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম

    বলাৎকারের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম

    গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় বলাৎকারের অভিযোগে গণপিটুনির শিকার ইমাম রইজ উদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন।

    সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের মসজিদ ইমাম রইজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    চাঁদপুর মতলব থানার মৃত বাদশা মিয়ার ছেলে মৃত ইমাম রইজ উদ্দিন(৩৫)। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি গাজীপুর মহানগরীর ঝাজড় এলাকায় জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন।

    মৃত রইজ উদ্দিনের স্ত্রী সাজেদা বেগম বলেন, মসজিদে দুইটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মৃত রইজ উদ্দিন ছিলেন সুন্নি এবং যার মাধ্যমে ওই মসজিদে নিয়োগ হয় সেও সুন্নি কিন্তু ওই এলাকার অধিকাংশ মানুষ আহলে হাদিস অনুসারী। তাই এক পক্ষ মৃত রইজ উদ্দিন এর ওয়াজ পছন্দ করতেন না এ ব্যাপারে চক্রান্ত করে মারধর করা হয়েছে ।

    পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান, ছেলে, শিশু ও কিশোরদের ধর্ষণের অভিযোগে গতকাল রবিবার সকালে স্থানীয়রা হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রইজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয়। এসময় এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে।

    খবর পেয়ে পুলিশ ইমাম রইজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে, পরে নির্যাতিত এক কিশোরের বাবা বাদী হয়ে মামলা দায়ের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ২৭ এপ্রিল গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়।

    পরবর্তীতে সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়।

    গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, রইজ উদ্দিনের রাত ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের এডিসি মোঃ শাকিল আহমেদ সাংবাদিকদের জানান, মৃত রইজুদ্দিনের স্ত্রী সাজেদা বাদী হয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে অতি দ্রুতগতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…