গবেষণা ও প্রকাশনার গুণগত মানের স্বীকৃতি হিসেবে ‘DU Research Excellence Recognization 2025’ অনুষ্ঠানে Certificate of Appreciation পেলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় অসামান্য অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়। অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের হাই-র্যাংকিং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধসমূহ এবং তাঁর একাডেমিক অগ্রগতির জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
এই অর্জনে আনন্দিত অধ্যাপক আখন্দ বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সম্মাননা পেয়ে এক বিশেষ অনুভূতি হয়েছে। এই স্বীকৃতি আমাদের গবেষণার পথকে আরও মজবুত করবে” মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
গবেষণা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, “আমরা চেষ্টা করবো গবেষণাগারগুলোকে আরও সমৃদ্ধ করতে এবং যারা গবেষণায় নিয়মিত আছেন, তাঁদের আরও উৎসাহিত করবো। গবেষণায় আগ্রহী একটি প্রজন্ম তৈরি করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় র্যাংকিং উন্নয়ন সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। গবেষণার পরিকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ, এবং অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, অধ্যাপক আখন্দ নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও একাধিক গবেষণা পত্র প্রকাশনা সম্পন্ন করেছেন।
এসআর