এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ০৩:৪৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ০৩:৪৪ পিএম

    মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ০৩:৪৪ পিএম

    ঢাকা গাজীপুর হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর দক্ষিণের সাবেক সভাপতি শহীদ মাওলানা রইছ উদ্দিন (রহ.) এর নিমর্মভাবে হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০৩ মার্চ) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জ জেলার সকল দরবার শরীফ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা নানান রকম স্লোগান দেন।

    নিহত রইস উদ্দিন (৩৫) চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, সিদ্দীকিয়া দরবার শরীফের পীরজাদা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মৌলানা মো. শফিকুল ইসলাম সিদ্দীকি, বৌলাই তরফিয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন, চকমতি দরবার শরিফের পীরজাদা মোবাশ্বীর হাসান ফয়সাল, মুফতি রুহুল আমিন , আব্দুল হক ফকির, আলহাজ্ব রিয়াজউদ্দিন মাস্টার, মাওলানা রুমান আশরাফী, আশরাফুল ইসলাম, শাহ মোহাম্মদ বাতেন শাহ, পীরজাদা আসলাম শাহ প্রমুখ পীর মাশায়েখ বৃন্দ। এতে সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিশোরগঞ্জের যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা মুফতি বোরহান উদ্দিন জালালী।

    মানববন্ধন থেকে বক্তরা জানান, গত ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’।

    বক্তারা হুশিয়ারী দিয়ে জানান, যারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে। সারাদেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…