যশোরে বোমা হামলার পর মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
বোমার আঘাতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মোহাম্মদ আলী কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফারড করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কৃষ্ণবাটি গ্রামের মোহাম্মদ আলী বক্সকে একই এলাকার হাফিজসহ ৪/৫ জন পরিকল্পিতভাবে জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা মাহিম, হাফিজুর ও মিজান প্রথমে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি মোহাম্মদ আলী হাতে লেগে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। এরপরে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে দেয়া হয়। বোমার আঘাতে মোহাম্মদ আলীর বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়।
হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, আহত মোহাম্মদ আলী বক্সের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা বোমা হামলার পর মোহাম্মদ আলী বক্সকে কুপিয়ে জখম করেছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
এসআর