এইমাত্র
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:২৬ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:২৬ পিএম

    ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ১০:২৬ পিএম

    সিরাজগঞ্জ জেলার কামারখন্দে উপজেলা পরিষদ চত্বরের জামে মসজিদের ছয়টি এসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের বিরুদ্ধে।

    বিষয়টি ঘিরে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

    মঙ্গলবার (০৬ মে) বিকেলে আছরের নামাজের পর মুসল্লিরা মসজিদ চত্বরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। তারা জানান, ইউএনওর নির্দেশেই মসজিদের এসিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
    সোহেল মাহমুদ খাঁন নামের এক মুসল্লি বলেন, “ইউএনও বলেছেন, মসজিদে এতগুলো এসি লাগানো প্রয়োজন নেই। এমনকি, এগুলো কে লাগাতে বলেছে তাও জানতে চেয়েছেন তিনি।

    তিনি আরও বলেন, ভারতে যেমন মুসল্লীদের নামাজ পড়তে দেয় না। আমাদের এখানে এখন এসি বন্ধ করেছে আবার কবে মনে হয় মসজিদের তালা ঝুলিয়ে দেয়। আমরা আগামীকাল (মঙ্গলবার) জোহরের নামাজের আগে এসি চালু চাই। এতো গরমে মুসুল্লিরা এসি ছাড়া নামাজ আদায় করা কঠিন।

    মুসল্লিরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বুধবার জোহরের নামাজের সময় এসি চালু না হলে তারা আরও বড় আকারে বিক্ষোভ করবেন।
    কামরুল ইসলাম নামে এক মুসল্লি জানান, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মসজিদের এসি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অনেক বছর যাবত এই মসজিদে নামাজ আদায় করে আসছি। বিগত সময়ে কোন ইউএনও এমন করে নাই। আমরা ইউএনওর সিদ্ধানের প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত সময়ে এসি চালুর দাবী করছি।
    কামারখন্দ উপজেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী জানান, আমাদের মসজিদ ফান্ডে এখন টাকা নেই। যার কারণে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা কর্মকর্তা অনামিকা নজরুলের নির্দেশে এসি বন্ধ করা হয়েছে। এখানে আমার কিছু করার নেই। আর এসি কবে চালু হবে সেটাও জানি না।

    এ বিষয়ে কামারখন্দ উপজেলা মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, তিন মাসে প্রায় ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে মসজিদের ফান্ডে টাকা না থাকার কারণে এসি বন্ধ করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…