এইমাত্র
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৬:৪৫ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৬:৪৫ পিএম

    মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৬:৪৫ পিএম

    মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ ঘটনায় জড়িত ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় ডাকাতদের কাছ থেকে ৩ টি ধারালো ছেন দা জব্দ করে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। ধৃত ডাকাতদের বাড়ি পটুয়াখালী, মাদারীপুর ও ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে।

    বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।

    তিনি জানান, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মো. রবিউল আলম অসুস্থ্য প্রতিবেশীকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়ীযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ওই রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌছালে ছনের বেঁড়া দিয়ে ব্যাড়িকেড সৃষ্টি করে ৬ জনের একদল ডাকাত। এসময় ধারালো ছেন দা হাতে গাড়ীর গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। কিন্তু চালক বুদ্ধি খাটিয়ে দ্রুতবেগে পিছুটান দেয় গাড়ী। এতে চালকের দক্ষতায় সেখান থেকে চলে আসতে সক্ষম হলে ডাকাতদের হাত থেকে রক্ষা পান গাড়ীতে থাকা লোকজন।

    পুলিশ সুপার আরো জানান, ওই গাড়ীটির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় ডাকাতদলের হানা দেওয়ার পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। আর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার করা হয়। এতে ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষনিক ভাবে জেলা পুলিশের সিনিয়র অফিসারদের তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনা পূর্বক আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…