চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ কাগজ জব্দ করেছে। দালাল কর্তৃক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (৭ মে) দুপুরে ঝিনাইদহ জেলা সমন্বিত দুদক কার্যালয় চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালনা করে।
ঝিনাইদহ জেলা সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের সরকারি পরিচালক খালিদ মাহমুদ জানান, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ অফিসে গ্রাহকদের হয়রানি, অনিয়ম, দালালদের দৌরাত্মসহ নানা বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিআরটিএ কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। অভিযানের বিষয়টি জানার পর দালালরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, চুয়াডাঙ্গা বিআরটিএ সহকারি পরিচালক জাহাঙ্গীর আলমকে কার্যালয়ের নানা অনিয়মের বিষয়ে অবহিত করা হয়।
পিএম