এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে আবারও জুলাই বিপ্লব হবে: শিবির সভাপতি

    অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:৫৪ পিএম
    অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:৫৪ পিএম

    ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে আবারও জুলাই বিপ্লব হবে: শিবির সভাপতি

    অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:৫৪ পিএম

    জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা।

    বুধবার (৭ মে) দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের সেস্ট্রাল রোড, সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

    ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ।

    সমাবেশে মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের কায়েম হতে দেয়া হবে না। এদেশের ছাত্রসমাজ তা কায়েম করতে দেবে না। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ার করতে চাই, যারা ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনারা সাবধান হয়ে যান, ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। আমরা সকল ছাত্রসমাজ ও দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব করবো, ইনশাল্লাহ।

    তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র তাদের আধিপত্যবাদকে বিস্তারের জন্য পৃথিবীতে আরও একটি যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে। আমরা বিশ্বের সকল মানবতাকামী সংগঠন, ছাত্রসমাজ ও শান্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহবান জানাই, আপনারা সেই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আরেকটি ফিলিস্তিন কায়েম হোক তা আমরা দেখতে চাইনা।

    মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন বলেন, আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার মধ্য দিয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে। এই ফ্যাসিস্ট কায়েমের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই ২০০৯ সালে বাংলাদেশে পিলখানা হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চৌকশ ৫৭ সেনা অফিসারসহ প্রায় ৭৪ জনকে সেদিন হত্যা করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলুয়ার হোসাইন সাঈদির রায়কে কেন্দ্র করে প্রায় দুইশত মানুষকে হত্যা করা হয়। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের হাজারো কর্মীকে হত্যা করা হয়। আমরা আরও দেখতে পাই জুলাই বিপ্লবে দুই হাজারেরও অধিক নিরীহ মানুষকে হত্যা করা হয়। আজকে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে উদাত্ত আহবান জানাতে চাই, বর্তমান সরকারকে যাতে বাংলাদেশে যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার দাবি করি।

    তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর অসংখ্য মামলা হয়েছে, আমরা জানি এখন পর্যন্ত সাড়ে ১১ হাজার মামলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর রয়েছে। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, দীর্ঘ সাড়ে ১৫ বছর টুটাল বিশ্বই জানে বাংলাদেশে অবৈধ সরকার ক্ষমতায় ছিল। অবৈধ সরকারের সকল কার্যকমই হচ্ছে অবৈধ। সেই সাড়ে ১১ হাজার অবৈধ মামলা আমরা বাতিল চাই। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এ.টি.এম আজহারুল ইসলাম ভাই, একটা অবৈধ ট্রাইব্যুনালের রায়ে এখনো কারাগারে আছেন। আমরা এই অবৈধ ট্রাইব্যুনালের বাতিল চাই এবং এ.টি.এম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি চাই।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…