এইমাত্র
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৭:৫৮ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৭:৫৮ এএম

    যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৭:৫৮ এএম

    যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী নববধূ এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ মে) একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

    মামলার সূত্রমতে, যশোর সদরের শেখহাটি এলাকার রুবেলের স্ত্রী বৃষ্টি তার স্বামীর পূর্ব পরিচিত। তারা (রুবেল ও বৃষ্টি) রামনগর এলাকার ইফাদ অটোর গলির একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। পরিচয়ের সূত্র ধরে ওই এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য তারা স্বামী-স্ত্রী বৃষ্টির বাড়িতে যান। বৃষ্টির দেখানো একটি বাড়ি দেখে তাদের পছন্দ হয়। পরে বৃষ্টির বাড়িতে তাকে রেখে তার স্বামী সংসারে প্রয়োজনীয় মালামাল কিনতে বাইরে যান। এরই মধ্যে বৃষ্টির বাড়িতে তিনজন লোক আসে। তাদের মধ্যে একজনের চুল লম্বা।

    মামলায় আরও উল্লেখ করা হয়েছে, স্বামী বাইরে যাওয়ার পর তিনি একটি ঘরে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে চুল লম্বা ওই ব্যক্তিকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেন বৃষ্টি। চুল লম্বা ওই ব্যক্তি তার হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। বৃষ্টিসহ অন্য দুইজন বাইরে পাহারায় ছিলেন।

    যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, নববধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এসআই দেবাশীষ হালদার মামলার তদন্ত করছেন। ঘটনার পর থেকে বৃষ্টি পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে অন্য আসামিদের চিহ্নিত করা সম্ভব হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…