এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    চমক দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ পড়েছেন তারকা খেলোয়াড়রা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:১৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:১৩ পিএম

    চমক দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ পড়েছেন তারকা খেলোয়াড়রা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:১৩ পিএম

    বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ডাবল-হেডার ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এবার ঘোষণা এসেছে ভিন্ন একভাবে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা এলাকার বাসিন্দাদের অংশগ্রহণে নির্মিত একটি বিশেষ ভিডিওর মাধ্যমে দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

    দলে প্রত্যাবর্তন ঘটেছে অধিনায়ক লিওনেল মেসির, যিনি ইনজুরির কারণে আগের স্কোয়াডে ছিলেন না। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই বিশ্বজয়ী তারকাকে এবার সম্পূর্ণ ফিট হিসেবে বিবেচনা করা হয়েছে।

    দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ৬ জুন চিলির বিপক্ষে মুখোমুখি হবে সান্তিয়াগো দে চিলিতে, বাংলাদেশ সময় সকাল ৭টায়। এরপর ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে নিজেদের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে খেলবে তারা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

    এবারের স্কোয়াডে এসেছে বেশ কিছু চমক ও পরিবর্তন। উল্লেখযোগ্য হলো- বেলগ্রানোর তরুণ ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো এবং রিভার প্লেটের উদীয়মান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর অন্তর্ভুক্তি। এই দু’জনই এখনো আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেননি, তবে সাম্প্রতিক পারফরম্যান্স তাদেরকে স্কালোনির নজরে এনেছে।

    তাদের সঙ্গে আরও এক তরুণ, কেভিন লোমোনাকো (ইনডিপেনডিয়েন্তে), স্থানীয় লিগ থেকে সুযোগ পেয়েছেন। একই সঙ্গে, ইউরোপ-ভিত্তিক মিডফিল্ডার এনজো ব্যারেনেচিয়া (ভ্যালেন্সিয়া) আবারও স্কোয়াডে ফিরেছেন, যদিও তার এখনো অভিষেক হয়নি।

    এদিকে প্রাথমিক স্কোয়াড থেকে চারজন বাদ পড়েছেন- নিকোলাস দোমিঙ্গেজ (ইনজুরি), আলেহান্দ্রো গারনাচো, ভালেন্টিন কাস্তেলানোস এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আংশিক চোট)।

    এই স্কোয়াডে তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার এক চমৎকার মিশ্রণ দেখা যাচ্ছে, যা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কালোনির দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

    আর্জেন্টিনা স্কোয়াড

    এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিটেজ (পিএসভি), জেরোনিমো রুলি (অলিম্পিক ডি মার্সেই), মারিয়ানো ট্রোইলো (বেলগ্রানো), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো ডি মাদ্রিদ), লিওনার্দো বলের্দি (অলিম্পিক ডি মার্সেই), ভ্যালেন্টিন বারকো (রেসিং ডি স্ট্রাসবার্গ), জুয়ান ফয়েথ (ভিলারিয়াল), কেভিন লোমোনাকো (স্বাধীন), নিকোলাস ট্যাগলিয়াফিকো (অলিম্পিক লিওনাইস), ফ্যাকুন্ডো মেডিনা (লেন্স), লিয়ান্দ্রো পারেদেস (রোম), এনজো ব্যারেনেচিয়া (ভ্যালেন্সিয়া), এনজো ফার্নান্দেজ (চেলসি), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), থিয়াগো আলমাদা (অলিম্পিক লিয়ন), নিকো পাজ (কোমো), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), জিউলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো ডি মাদ্রিদ), জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেজ (জুভেন্টাস), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (রিভার প্লেট), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি) ও লাউতারো মার্টিনেজ (ইন্টার)।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…