নেত্রকোনার কেন্দুয়া হাওড় থেকে গরু আনতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ এনামুল মিয়া (১৮) নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (০৩ জুন) দুপুর ১২টায় কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের পাশের ধলাই ও বন্নীর মহনায় এনামুলের মৃতদেহ খোঁজে পায় ফায়ার সার্ভিস।
এর আগে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মোজাফরপুর গ্রামের পাশের জালিয়ার হাওড়ের চর এলাকায় থেকে গরু নিয়ে ফিরে আসার সময় ধলাই নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হয় এনামুল।
মৃত এনামুল মিয়া ওই গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও সে গ্রামের পাশের জালিয়ার হাওড়ের চর এলাকায় গরু চড়াতে যায়। বিকালে গরু নিয়ে ফিরে আসার সময় তার সঙ্গীরা নৌকায় করে হাওড় পার হয়ে গ্রামে ফিরে এলেও এনামুল নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।সংবাদ পেয়ে এনামুলের পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে মঙ্গলবার দুপুর ১২টায় ধলাই ও বন্নী নদীর মোহনায় এনামুলের মরদেহ খোঁজে পায় ফায়ার সার্ভিস।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো, হাফিজুর রহমান জানান, নেত্রকোনায় ডুবুরি দল না থাকায় মঙ্গলবার ভোর থেকে ময়মনসিংহের ডুবুরি দল এসে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করেছে, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে রাত থেকেই। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআই