দীর্ঘ বিরতির পর ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এরপর সবশেষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে আবারও আয়োজন হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তবে শুরুর দিকে এ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা দেখ গিয়েছিল।
অবশেষে সোমবার (২৮ জুলাই) দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করেছে। ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশের সময় কনমেবল আনুষ্ঠানিকভাবে জানায় যে, আগামী বছর মার্চের মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ম্যাচ।
কনমেবল এই টুর্নামেন্টের সূচি প্রকাশ কররেও এখনও নির্ধারণ হয়নি ভেন্যু। তবে গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে পারে দুই চ্যাম্পিয়নের এই ম্যাচ। এছাড়াও সৌদি আরব ও কাতারও এই ম্যাচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।
২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছিল মেসি-মার্টিনেজরা। একই সময়ে ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল লামিন-পেদ্রির স্পেন। এদিকে, মেসি ও লামিনের মধ্যকার লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আরডি