জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে এবার কানাডার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন থমাস মুলার। কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার।
গত মৌসুমের শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুলার। বায়ার্নের হয়ে সবশেষ ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিলেন তিনি। গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার এ-লিগের দল সিডনি এফসি তাঁকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল এবং সে প্রস্তাবে রাজিও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত গুঞ্জন উপক্ষো করে ভ্যাঙ্কুভারেই যোগ দিয়েছেন তিনি।
বায়ার্নের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করেছেন মুলার। যা ক্লাবটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়াও করেছেন ২৭৬টি তাছাড়া ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন এই জার্মান তারকা ফুটবলার।
প্রসঙ্গত, বর্তমানে এএমএলএসে মোট ৩০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে। এই টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল প্রতিযোগিতা বলা হলেও কানাডার তিনটি ক্লাব এতে অংশ নেয়। এই তিনটির একটি হচ্ছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস, যেখানে মুলার দু’বছরের চুক্তিতে খেলবেন। বাকি ২৭টি ক্লাব যুক্তরাষ্ট্রভিত্তিক।
আরডি