পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের ভাঙা টয়লেট থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
আল হাবিব তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি আল হাবিব। সন্ধ্যার পর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ইউনিয়ন পরিষদের পেছনের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
চোখে পড়ার মতো দৃশ্যে মরদেহটি ছিল ভাঙা টয়লেটের ছড়ানো ইটের ওপর। গলায় নিজের গায়ের শার্ট পেঁচানো ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্নও ছিল বলে জানান এলাকাবাসী। শিশুটির এমন করুণ মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
শিশুটির পরিবার জানায়, আল হাবিবের বাবা আশরাফুল ইসলাম পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। এক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি চলাফেরা করতে পারেন না। দরিদ্র এই পরিবারটি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন জানান, ‘পরিত্যক্ত ভবনে বাচ্চাটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ও গ্রাম পুলিশ আমাকে জানায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে ও মরদেহ উদ্ধার করে।’
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মূসা মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’
এসআর