এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০২:২৩ এএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০২:২৩ এএম

    সাদা শাপলার বিল দেখতে দিনাজপুরে শত শত মানুষের ভিড়

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০২:২৩ এএম

    প্রকৃতি অপরূপ রূপে সেজেছে দিনাজপুরের বিরামপুর শাপলার বিল। যতদূর চোখ যায়—রক্তিম আভার হাতছানি। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে সাদা শাপলা। মাঝে মাঝে দেখা যায় সাদা আর বেগুনী শাপলা ফুল।

    বিকেল হলেই পর্যটকদের ভিড় হয় বিলে। শুক্র-শনিসহ সরকারি ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে বিলে নৌকায় বেড়িয়ে আনন্দ করেন পর্যটকরা।

    বিরামপুর উপজেলা সদর থেকে সড়ক পথে কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদ গ্রামের সাদা শাপলার বিলের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। বিলে বর্ষার শুরুতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় অসংখ্য শাপলা। আগাছায়ও ভরে থাকে বিল। শ্রাবণের শেষের দিকে শাপলায় ফুল ফুটতে শুরু করে। শাপলা ফুলের সৌন্দর্য দেখতে পর্যটকদের ঢল নেমেছে এই বিলে। সূর্য প্রখর হওয়ার পর আস্তে আস্তে বুঝে যায় শাপলা, ফোঁটে আবার রাতের বেলা। এমন ঘটনার সাক্ষী হতে পর্যটকরাও ছুটে যান রাতের আঁধার কাটিয়ে।

    স্থানীয়দের মতে, প্রায় ৬০০ বিঘা আয়তনজুড়ে এ বিলের পশ্চিম অংশের নাম আমরুল বিল। আর পূর্ব অংশের নাম কাললা বিল। বর্ষায় পানি কমে গেলে এ বিলে আমন ধান চাষ করেন স্থানীয় কৃষকেরা।

    পর্যটকরা নৌকায় বিলের পানিতে ভেসে শাপলা ফুলের সাথে মিতালী করেন। মিশে যান প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। কেউ সেলফি তোলেন, কেউ শাপলা ফুল মাথায় পেঁচিয়ে নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে ফেলেন। গান বাজিয়েও নৌকায় বিলে ঘুরে আনন্দ করেন পর্যটকরা। দর্শনার্থীদের নিয়ে নৌকায় পুরো বিল ঘুরিয়েই ১০০ থেকে ৩০০ টাকা করে আয় করছেন স্থানীয়রা।

    শাপলার সৌন্দর্য উপভোগ করতে আসা মোছাঃ সাদিয়া ইয়াসমিন (তুবা) সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘সাদা শাপলায় পুরো এলাকাকে নয়নাভিরাম করেছে। অনন্য দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই বিল। নৌকায় করে পুরো শাপলা বিল ঘুরে দেখলাম, খুবই ভালো লেগেছে আমাকে।’


    দর্শনার্থী মেহেদী হাসান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘বিরামপুর উপজেলায় এত সুন্দর শাপলার বিল আছে, এখানে না আসলে তা বুঝতে পারতাম না। নৌকাতে করে ১ ঘন্টা ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম।’

    বেড়াতে আসা তরুণী ইসমোতারা তমা জানান, ‘পরিবারের সাথে বেড়াতে শাপলার বিল এসে মুগ্ধ হয়েছেন তিনি। শাপলার অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখে অভিভূত। শাপলা বিলের শান্ত পরিবেশে এসে প্রশান্তিতে ভরে গেছে তার দেহ-মন। এক কথায় মুগ্ধ তমা।’

    বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর গ্রামে সাদা শাপলার বিলটির নাম শুনেছি। বিল ও শাপলা দেখতে আসা দর্শনার্থীরা যেন প্রকৃতির ক্ষতি না করে, সে ব্যাপারে সচেতন হতে হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…