যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে ডিবি (গোয়েন্দা) পুলিশ আটক করেছে।
অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশের এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আশিকুল হক অন্তু ময়মনসিংহ ফুলবাড়িয়া আমতলী গ্রামের বাসিন্দা ও যবিপ্রবি ২০১৮-১৯ সেশনের সিএসই বিভাগের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে আটকের সময় অন্তুসহ আরও ৩/৪ জন ডিভাইসের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অন্তুকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে মোবাইলের বিভিন্ন লেনদেন ও ট্রানজেকশন বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন, তিনি একজন অবৈধ এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা করতেন এবং ‘আরমান খান’ নামের ফেসবুক আইডি থেকে জুয়ার বিজ্ঞাপন দিতেন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে জানা যায়, আশিকুল হক অন্তু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন। এর আগে মাদকের সঙ্গেও জড়িত থাকার অভিযোগে তাকে শহিদ মশিউর রহমান হল থেকে বহিষ্কার করা হয়েছিল।
এনআই