হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৬ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাকসু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হাকসু নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দফায় দফায় প্রশাসনের সাথে আলোচনা হয় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৪ সেপ্টেম্বর (বুধবার) আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। সোমবারই হাকসু নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ২টার সময় বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
এআই