গাইবান্ধার পলাশবাড়ীতে ডোবার পানি থেকে ভাসমান এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের ভেগীর ব্রিজের নালার পাশে সংযুক্ত ডোবায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির নাম গোফফার মিয়া (৬০)। তিনি বুজরুক বরকাতপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ব্যক্তি ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী সময়ের কণ্ঠস্বরকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এআই