পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় সেই বিরিয়ানি হাউজকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা সদর বাজারের থানা রোডের সিটি ব্যাংকের বিপরীত পাশে অবস্থিত বিরিয়ানি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল সময়ের কন্ঠস্বরকে জানান, 'ভূয়া বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই বিরিয়ানি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভূয়া হাজী এবং নান্না বিজ্ঞাপনের সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।'
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর 'পুরান ঢাকার 'হাজী', 'নান্না' বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা' এই শিরোনামে জনপ্রিয় সংবাদমাধ্যম সময়ের কন্ঠস্বরে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের নজরে আসে।
এনআই