নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুদ করা ছিল। স্থানীয়রা বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।
এ বিষয়ে ব্যবসায়ী সিহাব উদ্দিন বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে এক ব্যবসায়ী স্ক্র্যাপ হিসেবে এসব গুলির খোসা ক্রয় করেন। পরে তিনি সেই উৎস থেকে ৪০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ১৩ টন খোসা কিনেছেন।
নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারপর আমরা স্থানীয় সেনাক্যাম্পে খবর দেই। আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং সেনাবাহিনীও কথা বলেছেন। এগুলো বৈধভাবেই এসেছে এবং বৈধভাবেই বাণিজ্যিক পদ্ধতিতে আবার চলে যাবে।
এফএস