এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

    নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

    মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পুরনো খেলাকে ফিরিয়ে আনতে দিনাজপুরের নবাবগঞ্জে চকদলু নারায়ণপুর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। এ উপলক্ষে নবাবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১০টি তান্ত্রিক দল প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

    গণঅধিকার পরিষদ নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত খেলা চলে।

    খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ। দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশি ব্যক্তিকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন। মানুষকে আনন্দ দিতেই কণিকরা বিভিন্ন স্থানে খেলতে যায়।

    খেলায় তান্ত্রিকরা সঙ্গে মানুষের মাথার খুলি, লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণ ও মহিষের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় এবং গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র। এ খেলা উপভোগ করতে চকদলু নারায়ণপুর মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকদিন পর এমন আয়োজনে খুশি এলাকাবাসী।

    আয়োজক কমিটির সভাপতি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বুলবুল আহমেদ জানান, এত মানুষ খেলা দেখতে আসবে, তিনি ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই এই আয়োজন করা হয়েছে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান সুমন, সহসভাপতি পাপ্পু মিয়া, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, অর্থ সম্পাদক সাহাবুল ইসলামসহ অনেকেই।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…