এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম

    ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

    চলতি বছরের ২১ মে তিনি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছিলেন। ছয় মাস পর্যন্ত এ পদে থাকার কথা থাকলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

    পদত্যাগের কারণ সম্পর্কে অধ্যাপক ড. মুহসিন উদ্দীন বলেন, ‘আমি যখন যোগদান করি, তখনই পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে ছয় মাসের বেশি দায়িত্বে থাকব না। মেয়াদ শেষ হতে বিশ-পঁচিশ দিনের মতো বাকি থাকতে ইউডিসির স্পিন্ডেল প্রকল্পের একটি টিম বাজেট অ্যাসেসমেন্টে আসে। কিন্তু তারা বাজেট পর্যালোচনার পাশাপাশি আমার সম্পর্কে কিছু ভিন্ন ধরনের পর্যবেক্ষণ তুলে ধরে।’

    তিনি আরও বলেন, ‘তাদের মন্তব্যগুলোর মধ্যে ছিল—একজন অধ্যাপক কেন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন, কেন আমি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় উপস্থিত থাকি, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করি, কিংবা ক্যাম্পাসে অবস্থান করি না। এসব মন্তব্য আমার কাছে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও অপমানজনক মনে হয়েছে। তাই আমি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়িয়েছি।’

    এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, ‘রেজিস্ট্রারের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা আমার হাতে পৌঁছেনি।’

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…