টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর নজরুল সেনার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। সভাপতিত্ব করেন নজরুল সেনা সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান খান লিটন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান সোহেল।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোঃ খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)। বিশেষ অতিথি ছিলেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান (আনিস) এবং শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কেতাব আলী।
ইখা