এইমাত্র
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

    বরিশালে ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

    বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ৫নং রাজারচর ওয়ার্ডে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবীতে এলাকাবাসী এক প্রতিবাদী মানববন্ধন করেছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজারচর এলাকায় প্রায় ৫ শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, পুরানো ভোট কেন্দ্র জোমাদ্দার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেটি ওয়ার্ডের এক প্রান্তে, সিমানা জটিলতা ও যাতায়াত অত্যান্ত দূর্গম এবং কোন পরিবহন চলাচল করতে না পারায় বয়স্ক অসুস্থ নারী পুরুষ ওই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে না। এমন কি নিরাপত্তা ব্যবস্থা ও ভবনের অবকাঠামো দূবর্ল। তাই এলাকাবাসী ৫নং রাজারচর ইউনিয়নের মাঝ প্রান্ত ‘রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ে’ নতুন ভোট কেন্দ্র দেয়ার প্রস্তাব তুলে ধরেন এই মানববন্ধনের।

    বক্তারা আরো বলেন, স্বাধীনতার পূর্ব থেকেই এই কেন্দ্রে তিনটি ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করে আসছেন। কেন্দ্রটি তিনটি ওয়ার্ডের সীমানা সংলগ্ন এলাকায় অবস্থিত থাকলেও পরবর্তীতে ওয়ার্ডগুলো আলাদা হওয়ায় এখন কেন্দ্রটির অবস্থান একপ্রান্তে।

    বর্তমান কেন্দ্র (জোমাদ্দার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়) এলাকাটিতে ভোটারের সংখ্যা মোট ভোটারের ২০ শতাংশেরও কম। এই কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ, এবং অনেক ক্ষেত্রে প্রিসাইডিং এজেন্টরা পুরো সময় কেন্দ্রে থাকতে পারেন না। ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

    অন্যদিকে প্রস্তাবিত নতুন কেন্দ্র ‘রাজারচর মাধ্যমিক বিদ্যালয়’ ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যেখানে প্রায় ৮০ শতাংশ ভোটার বসবাস করেন। এলাকাবাসীর দাবি, এই বিদ্যালয়ে নিরাপত্তা ভালো, যাতায়াত সহজ এবং ভোট গ্রহণের জন্য স্থানটি অধিক উপযোগী।

    ৫ নং রাজারচর ওয়ার্ডের ইউপি সদস্য শাকিল রাড়ী বলেন, “বর্তমান কেন্দ্রটি ওয়ার্ডের এক কোনায় অবস্থিত হওয়ায় বেশিরভাগ ভোটারদের ভোট দিতে যেতে হয় অনেক দূরে।

    নারী, প্রবীণ ও অসুস্থ ভোটারদের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য। রাজারচর মাধ্যমিক বিদ্যালয় ওয়ার্ডের মাঝখানে হওয়ায় সেখানে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা দুটোই ভালো। আমরা বারবার নির্বাচন কমিশনে আবেদন করেছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর ন্যায্য দাবিটি দ্রুত বাস্তবায়ন করা উচিত।”

    মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য ভোটাররাও অভিযোগ করেন, নির্বাচন কমিশন স্থানীয় ভোটারদের মতামত উপেক্ষা করে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা এলাকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    তারা সতর্ক করে বলেন, প্রয়োজনে ভোটকেন্দ্র পরিবর্তনের দাবিতে আইনের আশ্রয় নেওয়া হবে।

    এসময়ে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক বাবু রামেশ্বর বণিক, ওয়ার্ডের ভোটার বিজয় কৃঞ হালদার, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শাকিল রাঢি, বজলু হাওলাদার সহ ওর্য়াডের ভোটারবৃন্দ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…