এইমাত্র
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

    চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

    কুমিল্লার চান্দিনা উপজেলায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে শাহীন (২৫)-এর বিরুদ্ধে। নিহতের নাম হালিমা বেগম (৪৫)। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী এমদাদ মুন্সীকেও আটক করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হালিমা বেগম ছিলেন এমদাদ মুন্সীর তৃতীয় স্ত্রী। এর আগে প্রথম স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু সৎ ছেলেদের নির্যাতনের কারণে দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে যান। তিন মাস আগে এমদাদ মুন্সী তৃতীয়বারের মতো হালিমা বেগমকে বিয়ে করেন।

    বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। সৎছেলে শাহীন তার সৎ মাকে পছন্দ করতেন না, প্রায়ই তর্ক-বিতর্ক ও হুমকি দিতেন। স্থানীয়রা জানান, শাহীনের মানসিক অবস্থাও কিছুটা অস্বাভাবিক ছিল। তিনি ধারণা করতেন, নতুন সৎ মা সম্পত্তির ভাগে তাকে বঞ্চিত করতে পারেন। পারিবারিক দ্বন্দ্বই হত্যার মূল কারণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

    ঘটনার সময় পরিবারের সদস্যরা অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। নিহতের পুত্রবধূ শিরিনা আক্তার বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ শ্বশুরের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি শাহীন ঘর থেকে বের হচ্ছে। শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখি।’

    নিহতের স্বামী এমদাদ মুন্সী বলেন, ‘রাত ১১টার দিকে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, শাহীন ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

    চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করছেন। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…