এইমাত্র
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

    জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া উৎসব ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫ (সিজন: ১)’। আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন, যেখানে অংশ নেবে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা।

    আয়োজকদের দেওয়া তথ্যমতে, কার্নিভালে থাকছে মোট ছয়টি ইভেন্ট— কম্বাইন্ড ক্রিকেট, আর্ম রেসলিং (বালক), ট্রেজার হান্ট, করপোরেট কুইজ, সাপলুডো (বালিকা) এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ইভেন্ট।

    আয়োজকরা জানান, এই কার্নিভালের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, দলগত চেতনা বিকাশ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। পাশাপাশি প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সহযোগিতা বৃদ্ধির সুযোগও তৈরি করবে এই আয়োজন।

    টুর্নামেন্টের সমাপনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক খালেদ মাসুদ পাইলট এবং ক্রিকেটার সৌম্য সরকার। তাঁদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।

    পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ ফেরদৌস হোসেন সোহান এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ সংগঠন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ক্লেমন, আর মিডিয়া পার্টনার টি-স্পোর্টস।

    নিজের অনুভূতি প্রকাশ করে আয়োজক মোঃ ফেরদৌস হোসেন সোহান বলেন, ‘আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষায় নয়, খেলাধুলাতেও স্বতন্ত্র অবস্থান তৈরি করুক। শিক্ষার্থীরা যখন খেলাধুলায় যুক্ত থাকে, তখন তারা নেতিবাচক অভ্যাস থেকে দূরে থেকে ইতিবাচক জীবনে মনোযোগী হয়। এবার আমরা ক্রিকেট ও ইনডোর গেমস দিয়ে শুরু করছি, ভবিষ্যতে ফুটবল, আউটডোর গেমস এবং ই-স্পোর্টস নিয়েও আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…