এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আবারও ইনজুরিতে দিবালা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

    আবারও ইনজুরিতে দিবালা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

    ইনজুরি থেকে ফিরেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোমার জয়ে গোল-অ্যাসিস্টে অবদান রাখছিলেন নিয়মিত। ফল হিসেবে অক্টোবর মাসে ইতালিয়ান ক্লাব রোমার সেরা খেলোয়াড়ও হয়েছেনও তিনি। কিন্তু ভাগ্যটা যেন একটু কৃপণই! আবারও চোটে মাঠ ছাড়তে হলো পাউলো দিবালাকে।

    রোববার (২ নভেম্বর) সিরি ‘আ’-তে এসি মিলানের মাঠে ১–০ গোলে হারে রোমা। ম্যাচের একমাত্র গোলটি আসে সার্বিয়ান ডিফেন্ডার স্ট্রেহিনযা পাভলোভিচের পা থেকে। রোমা শেষ দিকে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু ৮২ মিনিটে পেনাল্টি স্পট থেকে সেই সুযোগ হাতছাড়া করেন দিবালা।

    দিবালার জন্য হয়তো পেনাল্টি মিসের আফসোসের চেয়েও বড় কষ্ট ইনজুরি। সেই শটে পা চালাতেই ব্যথা পান তিনি। পরে ম্যাচের শেষ দিকে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

    ম্যাচশেষে রোমা কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির হতাশার কণ্ঠে বলেন, ‘পেনাল্টি মিস নয়, আমাদের আসল সমস্যা দিবালার ইনজুরি। এখন অপেক্ষা করতে হবে ওর রিপোর্টের জন্য। দুঃখজনক, কারণ সে কয়েক সপ্তাহ ধরে অসাধারণ খেলছিল। এই ম্যাচের সবচেয়ে বড় ক্ষতি—ওর চোট।’

    অক্টোবরের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন দিবালা। ইনজুরি কাটিয়ে ফিরেই দুই গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। রোমার মিডফিল্ড ও আক্রমণে ভারসাম্য এনেছিলেন, ছন্দও ফিরছিল দলে। এখন আবার সেই ছন্দে ব্যাঘাত।

    জানা গেছে, কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে দিবালাকে। তবে চোট কতটা গুরুতর, সেটি এখনো নিশ্চিত নয়। এর আগেও এ বছর মার্চে পেশির চোটে তিন মাস মাঠের বাইরে ছিলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। নতুন ইনজুরি মানে আবারও অনিশ্চয়তার সময়, আর রোমার জন্য দুশ্চিন্তার নতুন কারণ।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…