এইমাত্র
  • এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
  • ওসমান হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: মির্জা ফখরুল
  • ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
  • মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর
  • শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
  • শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, শনিবার জানাজা
  • আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
  • আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ
  • হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
  • আজ শুক্রবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

    পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

    পুলিশ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, বরং জনগণ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবেই কাজ করবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলা জেলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের একমাত্র লক্ষ্য। এখানে দলীয় প্রভাব বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।

    তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাররা যেন নিরাপদ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকবে।

    এসময় তিনি আরো বলেন, পুলিশ হবে মানুষের শেষ ভরসাস্থল। সাধারণ মানুষ যেন কোনো ভয় ছাড়াই থানায় এসে ন্যায় বিচার পায়—আমরা সেই পরিবেশ গড়ে তুলতে চাই। এখানে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে মুখ্য বিষয়।

    ভূমিদস্যুতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ভোলায় এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। অপরাধী যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়।

    পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, পুলিশের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতায় গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তাহলে পুলিশও নিজেদের ভুল সংশোধনের সুযোগ পায় এবং সেবার মান উন্নত করা সম্ভব হয়।

    সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমিদস্যুতা, মাদক নিয়ন্ত্রণ এবং থানাভিত্তিক সেবার মান উন্নয়ন নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে পুলিশ সুপার সেগুলোর বিস্তারিত জবাব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…