পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। পাশাপাশি ৩ হাজারেরও বেশি কারাবন্দীর সাজা কমানো হয়েছে।
আফগানিস্তানের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস। আফগানিস্তানে কারাবন্দির সংখ্যা নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটিতে কারাবন্দীর সংখ্যা বেশি বলে দাবি করেছে জাতিসংঘ।
দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২ হাজার ৪৬৩ জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ হাজার ১৫২ জনের সাজা কমানো হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরই আফগানিস্তানে এই উদ্যোগ নেওয়া হয়। গত বছর প্রায় দুই হাজার ৮০০ কারাবন্দিকে মুক্তি দেয় তালেবান সরকার।
আজ রবিবার (৩০ মার্চ) দেশটির মানুষ ঈদুল ফিতর পালন করছে।
দেশটিতে কারাবন্দির সংখ্যা নিয়ে তেমন কিছু জানা যায়নি। তবে দেশটির জেল কর্তৃপক্ষ অফিস অব প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন (ওপিএ) বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ১১ থেকে ১২ হাজার মানুষ এখন দেশটির কারাগারে আছে।
আফগানিস্তানে জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) দেশটির কারা কর্তৃপক্ষের কাছে কারাবন্দির সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। উচ্চমাত্রায় আটক ও বিচারে দীর্ঘসময়ের কারণে কারাব্যবস্থা দূর্বল হয়ে পড়ছে বলে জানায় জাতিসংঘ।
এইচএ