এইমাত্র
  • সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার টাকা করে হজের দুটি প্যাকেজ ঘোষণা
  • ইসরায়েলের সাথে অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন
  • নাটোরে ১৫ লাখ টাকার অবৈধ সৌঁতিজাল পুড়িয়ে ধ্বংস
  • ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
  • মেজরকে লাঞ্ছিত করায় গুলশান থানার এসি সোহেল প্রত্যাহার
  • অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামীর মৃত্যু
  • খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত
  • মোংলায় ব্র্যাক ইউডিপির 'বিশ্ব বসতি দিবস' উদযাপন
  • কুষ্টিয়ার পদ্মায় নিখোঁজ এএসআই মুকুলের মরদেহ পাবনায় উদ্ধার
  • সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে যে আহ্বান শিক্ষা উপদেষ্টার
  • আজ বুধবার, ১৫ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪
    বিনোদন

    ফের চয়নিকার সিনেমায় পরীমণি, সঙ্গী মাহফুজ আহমেদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম

    ফের চয়নিকার সিনেমায় পরীমণি, সঙ্গী মাহফুজ আহমেদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম

    'বিশ্বসুন্দরী' সিনেমায় চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করেছিলেন ঢাকাই সিনেমার গ্লামার গার্ল পরীমণি। এতে তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ। মাঝে দীর্ঘদিন পর ফের এই নির্মাতার নির্দেশনায় কাজ করতে চলেছেন পরী। অপরদিকে দীর্ঘ ৮ বছরের বিরতি ভেঙ্গে ঈদুল আজহায় 'প্রহেলিকা' সিনেমা দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সেটির নির্মাতাও ছিলেন চয়নিকা তবে নায়িকা হিসেবে ছিলেন বুবলী।

    এবার সিয়াম-পরী বা মাহফুজ-বুবলী নয় নির্মাতা চয়নিকার নায়ক হিসেবে দেখা যাবে মাহফুজ-পরীকে।নাম চূড়ান্ত না হওয়া থ্রিলারধর্মী রোমান্টিক এই ওয়েব ফিল্মটিতে এই জুটির সঙ্গে মুখ্য চরিত্রে আরও একজন অভিনেতাকে দেখা যাবে, যা এখনো চূড়ান্ত নয়।

    এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, 'হ্যাঁ, মাহফুজকে নিয়ে এবার একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি। চিত্রনাট্য ডেভেলপিংয়ের কাজ চলছে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। '

    চয়নিকা চৌধুরী আরও জানান, "ওয়েব ফিল্মটি নির্মিত হবে থ্রিলারধর্মী রোমান্টিক গল্পে। এতে 'সুপারস্টার চিত্রনায়িকা' রূপে দেখা যাবে পরীমণিকে। তাঁকে ঘিরে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির কাহিনি। মুখ্য চরিত্রে আরও একজন অভিনেতাকে দেখা যাবে, যা এখনো চূড়ান্ত নয়।"


    এদিকে ওটিটিতে মাহফুজ আহমেদ অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়েব সিরিজ 'অদৃশ্য'। প্রথমবারের মতো মাহফুজের জুটি হিসেবে থাকছেন চিত্রনায়িকা পরীমণি।

    এদিকে, সোমবার (১৮ সেপ্টেম্বর) নির্মাতা চয়নিকার চৌধুরীর জন্য ছিল বিশেষ একটি দিন। ২০০১ সালের এই দিনে পরিচালক হিসেবে প্রথম কাজের শুরু তাঁর। সেই হিসেবে পরিচালনায় এই নির্মাতার ২২ বছর পূর্ণ হলো। তাঁর প্রথম পরিচালিত নাটকের নাম 'শেষবেলায়'। আর টেলিভিশনের পর্দায় প্রথম প্রচারিত নাটকটি ছিল 'একজীবনে'।

    বিশেষ এই দিনটিতে আবুল হায়াত, রুমানা রশিদ ইশিতা, জয়া আহসান, সতীর্থ রহমান, তমালিকা কর্মকার, শাহেদ শরীফ খান, তাজিন আহমেদসহ আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আবেগাপ্লুত হয়ে পরিচালনায় দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, 'দেখতে দেখতে কতগুলো বছর মানে ২২ বছর শেষ হয়ে গেলো। কিন্ত পথটা এত সহজ ছিল? ছিল না কখনোই। অনেক ভালোবাসা, যত্ন ছাড়াও অনেক কষ্ট, অপমান, দুঃখও ছিল। তীব্র আঘাত আমাকে এইখানে দাঁড়া করিয়েছে। যারা আমাকে কষ্ট, আঘাত, অপমান, অবজ্ঞা করেছেন তাদেরকে আজকের দিনে ধন্যবাদ দিতে চাই। তা না হলে আমার ভেতরে হয়তো এমন শক্তি আসতো না! অনেক কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি। তাঁর অনুমতি ছাড়া কিচ্ছু হয় না। ধন্যবাদ আমার পরিবারকে।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…