এইমাত্র
  • মানুষ হয়ে আসছি, মানুষ হয়েই চলে যেতে চাই: পরীমণি
  • গণহত্যা মামলায় প্রথম কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম
  • সাকিব-তামিমের দলে ফেরা ও শান্তর অধিনায়কত্ব নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি
  • আট জেলায় নতুন ডিসি নিয়োগ
  • কায়রোতে ডি-৮ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ
  • চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ
  • বদলে যাচ্ছে তিলোত্তমা নগরী ঢাকার জন্ম ইতিহাস
  • ‘অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না’
  • খালেদা জিয়ার ভিসার জন্য সহযোগিতা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
  • সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার টাকা করে হজের দুটি প্যাকেজ ঘোষণা
  • আজ বুধবার, ১৫ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    মোংলায় ব্র্যাক ইউডিপির 'বিশ্ব বসতি দিবস' উদযাপন

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৮ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৮ পিএম

    মোংলায় ব্র্যাক ইউডিপির 'বিশ্ব বসতি দিবস' উদযাপন

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৮ পিএম

    মোংলায় নানা কর্মসূচীর মাধ্যমে বিশ্ব বসতি দিবস পালন করেছে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি)।

    দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর উদ্যোগে বর্ণাঢ্য এক র‍্যালি বের করা হয়।

    র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা সম্পর্কিত কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালায় বক্তারা বলেন, মোংলা পৌর শহরকে পরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম পৌরসভার সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। ব্র্যাক নগরীর কলোনীতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষের জীবনমান পরিবর্তনের ক্ষেত্রে, কলোনীর অবকাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে পৌরসভাবে সহযোগীতা করছে। ব্র্যাক তাদের এই উন্নয়নমূলক কাজ কলোনীর নারী, পুরুষ, যুবসমাজ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করছে। যা মোংলা পৌর শহরের উন্নয়নে সকল স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করছে। সেই সাথে নগরীতে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে মোংলা বাসীতে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

    পৌরসভায় অপরিকল্পিতভাবে যেসব স্থানে বর্জ্য ফেলার জন্য ব্যবহৃত হয় সেসব স্থানসমূহ চিহ্নিত করে সেগুলো সমাধানের উপায় সংক্রান্ত পরিকল্পনা করেন। সেখানে তারা সমস্যার সমাধানের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার ভুমিকা, জনসাধারনের ভুমিকা ও তরুনদের ভুমিকা নিয়েও আলোচনা করেন। কর্মশালা থেকে তরুণ নেতৃত্বের মাধ্যমে মোংলা পোর্ট পৌরসভাকে ভবিষ্যৎ সুন্দর নগরী হিসেবে গড়তে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে খাল পরিস্কার সহ বিভিন্ন কাজ সেচ্ছাশ্রমের ভিত্তিতে করার প্রত্যয় ঘোষিত হয়।

    বর্ণাঢ্য র‍্যালি ও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফিয়া শারমিন, মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সচিব অমল কৃষ্ণ সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাপা মোংলা শাখার আহ্বায়ক সাংবাদিক মো. নূর আলম শেখ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম মোংলা এর প্রজেক্ট ম্যানেজার তারেক হাসানসহ প্রজেক্ট টিমের সদস্যবৃন্দ ও মোংলা পোর্ট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড ও কমিউনিটি থেকে আগত তরুন প্রজন্ম।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…