নাটোরে অসুস্থ স্ত্রীকে অটো রিক্সায় করে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামী ওহাব আলীর মৃত্যু হয়েছে। নিহত ওহাব আলী নাটোর সদর উপজেলার আহম্মেদপুর কাদিম সাতুরিয়া গ্রামের নিয়ত আলীর ছেলে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে সদর উপজেলার আহম্মেদপুর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতরাতে ওহাব আলীর স্ত্রী বাড়িতে অসুস্থ্য হয়। পরে ওহাব আলী ও পরিবারের সদস্যরা অটোরিক্সায় করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে আহম্মেদপুর ব্রীজ এলাকায় পৌঁছালে বনপাড়া থেকে নাটোর গামী একটি ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওহাব আলী অটোরিক্সা থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পরে ওহাব আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এআই