গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে ভিন্ন-ভিন্ন স্থানে থেকে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার আহম্মদ নগর এবং সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে সোহেল মিয়া (৩০) ও ইয়ানূর ইসলাম(২৩) নামের দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক সোহেল মিয়া ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থানার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে। তিনি উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফারুকের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
অপরজন হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের মৃত ইমতাজ আলীর ছেলে ইয়ানূর ইসলাম (২৩)। তিনি সফিপুর কাঁঠাল তলা এলাকার নাসিরের ভাড়া বাসায় থেকে স্থানীয় এক পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর কাঁঠাল তলা এলাকায় ইয়ানূর ইসলামের লাশ তার নিজ ঘরের বারান্দার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা।
অপরদিকে উপজেলার সফিপুর আহম্মেদ নগর চৌরাস্তায় এলাকায় একটি সাজনে গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন সোহেল মিয়া। পরে খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ দুটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ইয়ানূর ইসলামের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং সোহেল মিয়ার লাশের স্বজনরা এলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এআই