রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় থেকে এস এম মিজানুর রহমান নামের একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নিজেকে জামায়াতে ইসলামীর সমর্থক বলে দাবি করেছেন।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার কিছু আগে তাকে আটক করে প্রিজনভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়।
শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। যদিও যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটিকে সেখানে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে আসছে ডিএমপি। তা সত্ত্বেও কর্মসূচি পালনে অনড় থাকার ঘোষণা দিয়েছে দলটি। সকাল ৮টার পর জামায়াত-শিবির সমর্থিত নেতাকর্মীদের ভিড় জমার পর ধাওয়া ও লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ।
মতিঝিল এলাকায় গিয়ে দেখা যায়, টিকাটুলি মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর এলাকা, নটেরডেম কলেজের গলি, বাংলাদেশ ব্যাংকের পেছনে গলিসহ পুরো এলাকায় মোতায়েন রয়েছে আনসার ব্যাটালিয়ন, র্যাব, পুলিশ। আনসার ও পুলিশের অন্তত ৫০টি টহল গাড়ি সতর্কাবস্থায় চলাচল করতে দেখা যায়।
জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, আমরা জানতে পেরেছি মতিঝিলে অনুমতি ছাড়াই জামায়াতে ইসলামী শোডাউন কিংবা বিক্ষোভ করতে পারে। ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বিষয়টি জানানোর পরও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো মূল্যে তারা সমাবেশ করবে। মতিঝিল বাণিজ্যিক এলাকা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা জান-মালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পুরো এলাকায় তল্লাশি চৌকি, টহল জোরদার করা হয়েছে।
আরআই