এইমাত্র
  • কক্সবাজারে বাইক দুর্ঘটনায় কলেজ ছাত্র সাজিদ নিহত
  • ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর
  • নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে আটকে আছে ৮০০ জাহাজ, পণ্য খালাস বন্ধ
  • পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর
  • সখীপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে
  • বরিশাল-ঢাকা মহাসড়কে ত্রিমূখী সংঘর্ষে আহত ২০
  • অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা
  • সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুদিনে ২ বাংলাদেশি নিহত
  • ‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’
  • আজ শনিবার, ১৪ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বরিশালে ভুয়া ডিবি সদস্য গ্রেফতার

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

    বরিশালে ভুয়া ডিবি সদস্য গ্রেফতার

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

    সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীর তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে চাঁদাবাজিকালে ভুয়া গোয়েন্দা পুলিশ সদস্য অভিষেক সোম অভি (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর কাশিপুরের ইছাকাঠী শাহ পরান সড়ক থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারের সময় অভিষেক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পরিচয় দেয়।

    শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।

    ওসি বলেন, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার কাছ থেকে পুলিশের ৪টি আইডি কার্ডসহ একটি ওয়াকিটকি ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

    গ্রেফতার অভিষেক সোম ওরফে অভি (৩০) জেলার আগৈলঝাড়া উপজেলার পাতিহার গ্রামের বাসিন্দা লক্ষণ চন্দ্র সোমের ছেলে। বর্তমানে তিনি বরিশাল নগরীর কালিবাড়ী রোডের সরদার ম্যানশনের আলম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

    এয়ারপোর্ট থানার ওসি জাকির বলেন, বৃহস্পতিবার রাতে ওই এলাকার স্থানীয় কয়েক ব্যক্তির নাম ঠিকানা জানতে চায় অভিষেক। তখন অভিষেক নিজেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার পরিচয় দেয়। এরপর এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য তিনি এখানে এসেছেন বলে স্থানীয়দের জানায়।

    ওসি জাকির আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের একটি তালিকায় দুলাল মৃধা এবং সোহেল ইসলামের নাম রয়েছে বলে স্থানীয়দের জানায় অভিষেক।

    এরপর ওই দুই ব্যক্তিকে ডেকে টাকার বিনিময়ে তালিকা থেকে নাম কেটে দেয়ার প্রস্তাব দেয় তিনি। এমন ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে পরিচয় জানতে চাইলে তর্কাতর্কির ঘটনা ঘটে। তখন অভিষেক পুলিশ আইডি কার্ড ও ওয়াকিটকি বের করে স্থানীয়দের দেখায়।

    স্থানীয়রা এই ঘটনা এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…