সোনারগাঁও সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি লেখক ও সাংবাদিক বাবুল মোশাররফের চতুর্থ মুত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে সোনারগাঁও পৌর এলাকার পানাম নগরে সুর্বণগ্রাম কালচারাল সেন্টারে সোনারগাঁও সাহিত্য নিকেতনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস, মো. মতিউর রহমান, সহ সভাপতি ও সাংবাদিক বাবুল মোশাররফের সহধর্মিনী আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, প্রচার সম্পাদক মোফাখখার সাগর, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হক, তথ্য সম্পাদক মোকাররম সলিল, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন ও সাহিত্য নিকেতনের সদস্য দেওয়ান শামসুল রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সদস্য রোকেয়া আক্তার, সালেহ জুম্মান, আরমিন আক্তার, সাদমান শ্রাবন, এলমা মরিয়ম জুম্মি ও জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
স্মরণ সভাসভায় বক্তারা বাবুল মোশাররফের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এমআর