উৎসবমুখর আয়োজনে চতুর্থ বারের মতো আওয়ামীলীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন একরামুল করিম চৌধুরী। তিনি গত তিন মেয়াদে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নেতা কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে তিনি মুজিব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন জেহান , মাওলা জিয়াউল হক লিটন, আব্দুল মমিন বিএসসি, শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি গুলজার আহমেদ জুয়েল, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর