দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে নৌকার প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের (কামাল) বার্ষিক আয় ৮১ লাখ ৬২ হাজার ৫৩০ টাকা এবং তার স্ত্রীর বার্ষিক আয় ১২ কোটি ২৩ লাখ ৯ হাজার ৯৭৩ টাকা।
নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া হলফনামায় এ তথ্য পাওয়া গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে হলফনামা তিনি উল্লেখ করেছেন, কৃষিখাত থেকে তার কোনো আয় নেই। তবে, তার কৃষি জমি আছে ১৭১ শতাংশ।
এছাড়া বাড়িভাড়া থেকে মন্ত্রীর আয় ৭ লাখ ২০ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ২৪ লাখ ৬৯ হাজার ৯৯৬ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত আছে ১৩ লাখ ৩৩ হাজার ৩০ টাকা। মন্ত্রী হিসেবে বেতন ও ভাতা পান ২৩ লাখ ২২ হাজার ৫০৪ টাকা। অন্যান্য আয় ১৩ লাখ ১৭ হাজার টাকা। মোট বাৎসরিক আয় ৮১ লাখ ৬২ হাজার ৫৩০ টাকা।
অন্যদিকে, তার স্ত্রীর বাড়িভাড়া থেকে আয় ১ লাখ ৯৮ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ১০ কোটি ১৪ লাখ ১০৯ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত আছে ৬ লাখ ১১ হাজার ৮৬৪ টাকা। বেতন ও ভাতা পান ২ লাখ ৪০ হাজার টাকা। ফরেন রেমিটেন্স পান ১০ লাখ ৫০ হাজার টাকা। তার মোট বাৎসরিক আয় ১২ কোটি ২৩ লাখ ৯ হাজার ৯৭৩ টাকা।