ঢাকার টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ও সেনা সদস্যদের সম্মিলিত প্রয়াসে নিয়ন্ত্রণে আনা হয় গোডাউন বস্তির আগুন। বস্তিতে থাকা মানুষজনের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তাদের মূল্যবান জিনিসপত্র পুড়ে যাওয়ায় বিলাপ করতে দেখা গেছে অনেককেই। কিন্তু মাথায় একটি ব্যাগ নিয়ে ছোট্ট একটি মেয়েকে দেখা যায় হাসিমুখে হাঁটতে। কষ্টের মাঝেও শিশুটির হাসিমুখে বলা কথাগুলো এরইমধ্যে ভাইরাল নেটদুনিয়ায়। সব কিছু পুড়ে ছাই হওয়ার পরও হাসির কারণ জানতে চেয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়েটি বলে, হাসমু না, আমার মা বাঁচছে এডাই বেশি আর কিচ্ছু লাগতো না।
সবকিছু পুইড়্যা যাগ গা, আমার মা তো আছে! মানুষ থাকলে কামাই করতে পারব। জানা গেছে, মেয়েটির বাবা নেই, মা-ই তার শেষ সম্বল, শেষ অবলম্বন। রাজধানীর বাসিন্দাদের কাছ থেকে আগুনের ভয় যেন কোনোভাবেই কাটছে না। বনানীর গোডাউন বস্তির আগুন আরও একটি কালো অধ্যায়। রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়; যা ফায়ার সার্ভিসের দেড়ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান জানান, বস্তিতে আগুনে ৪০-৫০টার মতো ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এফএস।