এইমাত্র
  • পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২
  • সিনেমা হলে টিকিট বিক্রি করলেন সৃজিত-দেব
  • দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতি সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি
  • আজ ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন’ দিবস
  • ঠাকুরগাঁওয়ে যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
  • শেকৃবি উপাচার্যকে দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে দুই উপদেষ্টা
  • প্রেমের গুঞ্জনের পর তিশা আউট, পূজা ইন
  • রাজধানীর ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা
  • বন্যা-ভূমিধসে ভারতের মেঘালয়ে ১০ জনের মৃত্যু
  • ৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
  • আজ রবিবার, ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    যশোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম

    যশোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম

    যৌতুক না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী আনিসুর রহমান ওরফে রিমন ওরফে সাগরকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৭ জুলাই) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক গোলাম কবির (জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি সেতারা খাতুন। দণ্ডাদেশপ্রাপ্ত আনিসুর রহমান কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা দপ্তরির ছেলে। মামলার অপর দুই আসামি আনিসুর রহমানের বাবা মোস্তফা দফতরি ও মা নাসিমা বেগমকে আদালত খালাস দিয়েছেন।

    মামলার বিবরণ ও আদালত সূত্র জানা যায়, ২০১৯ সালের ২৬ অক্টোবর কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে মেরিনা খাতুনের সঙ্গে আনিসুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় মেরিনার পরিবার চার লাখ টাকা যৌতুক দেয়। এর কয়েকদিনের মাথায় আরও দুই লাখ টাকা দাবি করে আনিসুরের পরিবারের সদস্যরা। টাকা না দেওয়ায় শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।

    এরপর ২০২২ সালের ৩ মে ঈদুল ফিতরের দিন আনিসুর নেশা করে বাড়িতে ফেরেন এবং টাকার জন্য চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় মেরিনাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এই ঘটনার পর, মেরিনাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, তার কিছুদিন পর ১১ মে যশোর জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর পালিয়ে যান মেরিনার স্বামী আনিসুর রহমান।

    এরপর মেরিনার বাবা পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলার পর আনিসুর আদালতে আত্মসমর্পণ করেন। মামলার চার্জ গঠনের সময় আদালত দুই আসামিকে অব্যাহতি দেন। বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত তিন আসামির বাকি দুজনকেও অব্যাহতি দেন।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…