এইমাত্র
  • মধ্যরাতে বলিউড অভিনেত্রীর বেডরুমে গিয়েছিলেন নায়ক
  • বিরামপুরে বেড়েছে ছিনতাই, আতঙ্কে সাধারণ মানুষ
  • সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বেনাপোলে বন্দর কর্মকর্তার অপহরণকারীসহ গ্রেফতার ৫
  • রাজধানীতে অপহৃত নূর পিরোজপুরে উদ্ধার, হৃদয়কে খুঁজছে র‌্যাব
  • যুবলীগ কর্মী হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার
  • ৫ দিনের ব্যবধানে ২ জাহাজে আগুনে নাশকতার সম্ভাবনা দেখছে শিপিং করপোরেশন
  • পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২
  • সিনেমা হলে টিকিট বিক্রি করলেন সৃজিত-দেব
  • দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতি সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি
  • আজ রবিবার, ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪
    আন্তর্জাতিক

    পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম

    পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ পিএম

    পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ছয় সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের।

    প্রতিবেদনে বলা হয়, নিহত সেনারা হলেন- লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকত, ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ।

    আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন।

    গোলাগুলির এ ঘটনায় ছয় সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।


    পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, নিহত সন্ত্রাসীরা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। সংগঠনটিকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। নিহত ছয় সন্ত্রাসীর মধ্যে টিটিপির শাখাপ্রধান আতাউল্লাহও রয়েছেন। তিনি মেহরান হিসেবে পরিচিত।

    এদিকে আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, আতাউল্লাহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর সোয়াতে বিদেশি অতিথিদের নিরাপত্তাদানকারী পুলিশের একটি গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা চালানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন।

    সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। বিশেষ করে দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যদের ওপর সম্প্রতি অনেক সন্ত্রাসী হামলা হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…