কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা নগরীর রাণীর দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান হোসেন রুবেল।
রুবেল জানান, কুমিল্লা নগরীর রাণীর দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন সবুজ। শনিবার সকালে রাণীর দিঘীরপাড়ে বসে ছিল সে। পরে, কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রসহ এসে সবুজকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় সবুজকে ঢাকা নেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, আমরা ঘটনা শুনামাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত করে জড়িতদের বের করতে আমরা কাজ করছি।
এআই