কোটাবিরোধী আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে বিশেষ নিরাপত্তায় শহরে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রক্টরিয়াল বডি।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যার পর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়।
অন্যান্য দিনের মতো ষোলশহর স্টেশনে বিক্ষোভ মিছিল করার কথা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরগামী আড়াইটার শাটলে উঠলে আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রক্টর অফিসে নিয়ে যায়। এসময় শাটলের চাবি রেখে শাটল ট্রেন বন্ধ রাখার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
প্রক্টরের কাছে রাফির বিরুদ্ধে তিনটি দাবি উত্থাপন করে ছাত্রলীগ কর্মীরা। এসময় তারা জানায়, রাফি নিজেই কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তাই তার ভর্তি বাতিল করতে হবে। পাশাপাশি সে নিজেকে রাজাকার বলে দাবি করে। এজন্য তার শাস্তি পাওয়া উচিত বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে।
প্রক্টরিয়াল বডি বেলা ৩টা থেকেই তালাত মাহমুদ রাফিকে তাদের নিরাপত্তায় রেখেছিল। পরবর্তীতে সন্ধ্যার পর বিশেষ নিরাপত্তায় তাকে শহরে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়।
এফএস